Uttar Pradesh Road Accident: ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত ৪ জন, গুরুতর আহত আরও ১জন
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

নয়াদিল্লি: ফেফনা-বক্সার হাইওয়েতে (Phephna-Buxar Highway) একটি গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চারজন নিহত হয় এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ফেফনা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার দুর্গা প্রসাদ তিওয়ারি জানান, একটি টাটা সাফারি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বুধবার রাত ১০.৩০ টার দিকে ফেফনা-বক্সার হাইওয়েতে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

আরও পড়ুন: Road accident in Telangana: যাত্রীবাহী গাড়ি ও লরির ধাক্কায় প্রাণ গেল ৬ জনের, আহত অনেকে!

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয় হয়। ডাক্তাররা সত্যেন্দ্র যাদব (৪০), রাজু যাদব (৩০) এবং কমলেশ যাদব (৩৬) কে মৃত ঘোষণা করেন, অন্য যাত্রী রিতেশ গোন্ড (৩২) হাসপাতালে যাওয়ার পথে মারা যান। ছোটু যাদব (৩২) গুরুতর অবস্থায় বারাণসীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।