
নয়াদিল্লিঃ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দিল্লি পৌঁছল বিশেষ বিমান। নিরাপদে দেশে ফিরে তাঁদের মুখে সেখানকার ভয়ঙ্কর পরিস্থিতির কথা। বৃহস্পতিবার ভোররাতেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমান। দেশে ফেরা ১১০ জন পড়ুয়ার মধ্যে ৯০ জন জম্মু ও কাশ্মীরের পড়ুয়া বলে জানা গিয়েছে। ক্রমশ চড়ছে ইরান-ইজরায়েল যুদ্ধের পারদ। স্বাভাবিকভাবেই ইরানে আটকে থাকার পড়ুয়াদের নিয়ে চিন্তা বাড়ছিল। আর সেই সব আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, গত বুধবার ‘অপারেশন সিন্ধু’ নামক একটি অভিযান শুরু করে কেন্দ্র। এই অভিযানেই ইরানে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনা হয়।
দেশে ফিরলেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা
গত বুধবার রতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন, ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত ‘অপারেশন সিন্ধু’ নামে একটি অভিযান চালু করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "গত মঙ্গলবার এই মিশনের তত্ত্বাবধানে উত্তর ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে আর্মেনিয়ায় স্থানান্তরিত করা হয়। তাঁরা একটি বিশেষ বিমানে ইয়েরেভান থেকে রওনা দিয়েছিলেন। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে পা দিয়ে ইরানের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেছেন পড়ুয়ারা। সংবাদমাধ্যমের সামনে ডাক্তারি পড়ুয়া মির খালিফ জানান, তিনি চান এখনও যারা ইরানে আটকে রয়েছে তাঁদের ফেরানো হোক। ইরানের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, "যখন তখন মিসাইল এসে পড়ছে। আমরা যেখানে থাকতাম তার পাশেই বোমা পড়ে। বিকট শব্দে আঁতকে উঠেছিলাম। ভেবেছিলাম যা পরিস্থিতি তাতে কি আর দেশে ফিরতে পারব।"
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরাল কেন্দ্র
#WATCH | Flight carrying 110 Indian Nationals evacuated from Iran, lands in Delhi.
Mariam Roz, a student evacuated from Iran, says, "The Indian Embassy had already prepared everything for us. We did not face any issues. We are travelling for three days, so we are tired... The… pic.twitter.com/EIi6z7Kgsi
— ANI (@ANI) June 19, 2025