প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লিঃ বেঙ্গালুরুতে (Bengaluru) ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু চার পরিযায়ী শ্রমিকের। তাঁদের বাড়ি বহরমপুর ও মুর্শিদাবাদে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম মিনারুল শেখ, জিয়াবুব শেখ, তাজিবুর শেখ, সাফিজুল শেখ,জাহিদ আলি, হাসান মল্লিক ও নুরজামাল শেখ। উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে বিডাডি এলাকায় সিলিন্ডারের বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই সময় সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকেরা। রাতের রান্না শেষ করে কোনওভাবে গ্যাস ওভেন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তাঁদের মধ্যে কোনও একজন। এমন সময় শৌচালয়ে গিয়ে বিড়ি ধরিয়েছিলেন এক শ্রমিক। এতেই গোটা ঘরে আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় সিলিন্ডার। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেন ওই সাতজন। কিন্তু একে একে লড়াই শেষ হয় প্রত্যেকের। শোকের ছায়া মৃতদের পরিবারে। মৃতদেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

রান্না শেষ করে ওভেন না বন্ধ করার পরিণতি, ভিনরাজ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাংলার ৭ পরিযায়ী শ্রমিকের