তামিলনাড়ু: শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক ২৭ মৎসজীবী এবং পাঁচটি নৌকার মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট (Indefinite Strike) শুরু করেছে। সূত্রে খবর গত ১৪ অক্টোবর রামেশ্বরমের ৪০০ জনেরও বেশি মৎসজীবী (Fishermen) মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। শ্রীলঙ্কার জলসীমায় আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা (IMBL) অতিক্রম করার অভিযোগে সে দেশের নৌসেনা (Sri Lankan Navy) ২৭ মৎসজীবী ও পাঁচটি নৌকা আটক করেছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার নৌবাহিনী গত ১৩ সেপ্টেম্বর দ্বীপের আঞ্চলিক জলসীমায় শিকারের অভিযোগে ১৭ জেলে এবং তাঁদের তিনটি নৌকা আটক করেছিল। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার একটি আদালত তাঁদের মুক্তি দেয়। ওই মৎস্যজীবীরা গত ১৪ অক্টোবর চেন্নাই পৌঁছেছেন।
দেখুন
#WATCH | Ramanathapuram, Tamil Nadu: Rameswaram fishermen launched an indefinite strike demanding the release of 27 fishermen detained in Sri Lanka by the Sri Lankan Navy.
The boats are docked and the fishermen have not gone out for fishing. https://t.co/QzxMIrGxGa pic.twitter.com/YXRAiQKfrm
— ANI (@ANI) October 16, 2023
তামিলনাড়ু থেকে বারবার জেলেদের আটকের ঘটনা এই অঞ্চলের মৎসজীবীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।