পরিচালক মহেশ কালাওয়াদিয়া (ছবি: X)

নয়াদিল্লিঃ বৃহস্পতিবারের পর কেটে গিয়েছে তিনদিন। একে একে ডিএনএ পরীক্ষার (DNA Test) পর অভিশপ্ত বিমানের (Air India Plane Crash) যাত্রীদের দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে। প্রিয়জনের দেহ নিয়ে ফেরার জন্য আমেদাবাদের সিভিল হাসপাতালের বাইরে ঠাঁয়ে অপেক্ষায় স্বজনহারারা। মৃত বিমানযাত্রীদের নামের তালিকা প্রকাশিত হলেও এখনও নিখোঁজ বহু। তেমনই বৃহস্পতিবার থেকে খোঁজ নেই এক চলচ্চিত্র পরিচালকের। তাঁর নাম মহেশ কালাওয়াদিয়া ওরফে মহেশ জিরাওয়ালা। নারোদার বাসিন্দা। দুর্ঘটনার দিন গুজরাটে একটি ভিডিয়ো স্যুট নিয়ে মিটিং করতে গিয়েছিলেন মহেশ। আমদেবাদের ল গার্ডেন এলাকায় যান মহেশ। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর।

আমেদাবাদের বিমান দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ চলচ্চিত্র পরিচালক

পরিচালকের স্ত্রী হেতাল জানিয়েছেন, এদিন কারও সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেড়িয়েছিলেন স্বামী। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তিনদিন কেটে গেলেও খোঁজ মেলেনি তাঁর। জানা গিয়েছে, তাঁর ফোনের শেষ লোকেশন পাওয়া গিয়েছে, মেঘানিনগর অর্থাৎ দুরঘটনাস্থল থেকে মাত্র ৭০০ মিটার দূরে। ফলে যত দিন গড়াচ্ছে প্রকট হচ্ছে দুশ্চিন্তা। তবে কি আমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ওই পরিচালকের? কান্নায় ভেঙে পড়ছে পরিবার। ইতিমধ্যেই আমদাবাদের সিভিল হাসপাতালে ডিএনএ-র নমুনা জমা দিয়েছে পরিচালকের পরিবার। মহেশের স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, "এদিন দুপুর ১.১৪ মিনিটে শেষবার আমার সঙ্গে কথা হয়। জানায়, মিটিং শেষ হয়ে গিয়েছে, বাড়ি ফিরছে। এরপর থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ হয়ে যায়। এরপরই পুলিশের দ্বারস্থ হই। জানা যায়, ফোনের লোকেশন দুরঘটনাস্থলের খুব কাছেই ছিল।"

বিমান দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ চলচ্চিত্র পরিচালক, দুশ্চিন্তায় পরিবার