নয়াদিল্লিঃ ফের কলেজে (College) ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ। নোটস (Notes)দেওয়ার নামে ডেকে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় দুই লেকচারার ও তাদের এক বন্ধু। ইতিমধ্যেই তাদের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কান্নাডা জেলার মুদাবিদড়ি এলাকার একটি বেসরকারি কলেজে। পদার্থবিদ্যার লেকচারার নরেন্দ্র কে, জীববিদ্যার লেকচারার সন্দীপ বিএন এবং তাদের এক বন্ধু অনুপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই কলেজের এক ছাত্রী।
শিক্ষকদের যৌন লালসার শিকার কলেজ ছাত্রী, গ্রেফতার ৩
নির্যাতিতার অভিযোগ, নোটস দেওয়ার নাম করে তাঁকে এক বন্ধুর বাড়িতে ডাকেন পদার্থবিদ্যার লেকচারার। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। সেই সময় ওইখানে হাজির ছিলেন জীববিদ্যার লেকচারার ও তার বন্ধু। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে তারা। এরপর সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু হয়। ওই ভিডিয়ো দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে জীববিদ্যার লেকচারার ও তার বন্ধু। একমাস লাগাতার তাঁর উপর শারীরিক অত্যাচার চালায় ওই তিনজন। সম্প্রতি বিষয়টি বাড়িতে জানান নির্যাতিতা। এরপরই পুলিশ ও রাজ্যের মহিলা কমিশনের দ্বারস্থ হয় পরিবার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই লেকচারার ও তাদের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, চলতি মাসেই কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। একই অভিযোগ ওঠে জোকার আইআইএমে। পাশপাশি ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই গায়ে আগুন দেন নির্যাতিতা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।
নোটস দেওয়ার নাম করে ছাত্রীকে ডেকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার দুই লেকচারার-সহ ১
Bengaluru College Horror: Female Student Raped And Blackmailed, 2 Professors Among 3 Held#DNAVideos #bengaluru #rapecase #bengalurucollege
For more videos, click here https://t.co/6ddeGFqedQ pic.twitter.com/vUOCaNX8JF
— DNA (@dna) July 15, 2025