Representational Image (Photo Credit: X)

আচমকা ঘর থেকে উধাও কয়েকশো টাকা। এই নিয়ে চরমে পারিবারিক অশান্তি। পরে জানা যায়, বাড়ি থেকে চুপিচুপি সেই টাকা সরিয়েছে বাড়ির মেয়ে। সপ্তম শ্রেণির ছাত্রী সে। বিষয়টি জানাজানি হতেই মেয়েকে গলা টিপে খুন করল বাবা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলান্দশহরের বিচাউলা গ্রামে। ইতিমধ্যেই মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

শুক্রবার বিকেলে অনুপশহর থানার পুলিশের কাছে খবর আসে, ওই এলাকায় একটি ব্রিজের নীচে ঝোঁপের মধ্যে স্কুল ইউনিফর্ম পরা এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। মেয়েকে স্কুল থেকে আনতে যায় বাবাই। এরপর জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। পরে ওই জমি থেকেই উদ্ধার হয় ছাত্রীর দেহ ও ব্যাগ। মেয়েকে খুনের পর আত্মীয়র বাড়ি যাওয়ার নাম করে গা ঢাকা দেয় অভিযুক্ত। পুলিশি জেরায় অভিযুক্ত জানায়, দীর্ঘদিন ধরেই বাড়ি থেকে টাকা চুরি যাচ্ছিল। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। সেই অশান্তি সহ্য করতে না পেরেই মেয়েকে খুন করে সে।