নয়াদিল্লিঃ ভগবান (God) দর্শন করে আর বাড়ি ফেরা হল না! নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে উল্টে গেল যাত্রীবাহী ট্রাক (Truck)। দুর্ঘটনায় (Accident) মৃত্যু ৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। গুরুতর আহত ১৫ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আহতদের মধ্যে কয়েকজন। জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নন্দুরবার জেলায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী মিনি ট্রাক। ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ১৫ জন।
উৎসবের আবহে মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা
পুলিশ সূত্রে খবর, ওই ট্রাকে ৪০ জন তীর্থযাত্রী ছিলেন। অষ্টম্বা দেবী মন্দির দর্শন করে ফিরছিলেন তাঁরা। পথে এই ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যেই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বেপরোয়া গতির জেরে ২০০ ফুট খাদে পড়ল ট্রাক, মৃত্যু ৮ তীর্থযাত্রীর, আহত ১৫
Nandurbar Road Accident: Eight Dead, Several Injured After Mini Truck Plunges Into Deep Valley Near Chandsaili Ghat
Read More: https://t.co/R5lnGwKnRf#Nandurbar #RoadAccident #AccidentNews #DeathNews #TruckAccident #Maharashtra
— Lokmat Times (@lokmattimeseng) October 19, 2025