তুমকুর, ১৯ মার্চ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস (Bus) উল্টে মৃত্যু হল ৮ জনের। ২০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) তুমকুর জেলায় (Tumkur District)। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন স্কুল পড়ুয়া রয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। তুমকুর জেলার পাভাগাদারের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পরে বাসের ভেতর থেকে বেশ কয়েকজনের দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে কয়েকজনের মৃত্যু হয়। কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৭৫ জন, একই সময়ে মৃত্যু ৭১ জনের
দেখুন ছবি:
Karnataka | Eight dead and more than 20 critically injured including students as a bus overturned near Pavagada in Tumkur district: Tumkur Police
Further details awaited. pic.twitter.com/9fNqWD1r6T
— ANI (@ANI) March 19, 2022
সংবাদমাধ্যমের পাঠানো ছবিতে দেখা গিয়েছে যে বাসটি রাস্তার উপরে উল্টে পড়ে রয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।