কচ্ছ, ১৪ জুলাইঃ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের (India-Pakistan International Border) কাছে ভূমিকম্প। গুজরাতের কচ্ছ জেলার প্রত্যন্ত এলাকায় ভারত-পাক সীমান্তের কাছে শুক্রবার কম্পন অনুভব করেন স্থানীয়রা (Earthquake in Gujarat)। বৃহস্পতিবার মধ্যরাত ১২টা বেজে ১০ মিনিট নাগাদ স্থানীয়রা কম্পন অনুভব করেছেন বলেই খবর। গুজরাতের (Gujarat) রাজধানী গান্ধীনগরের সিসমোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (ISR) তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের অবস্থান ছিল খাভদা (কচ্ছ) থেকে আনুমানিক ৩৫ কিমি উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০।
আরও পড়ুনঃ বৌমার চাকরিতে আপত্তি, বারণ না শোনায় শ্বশুরের হাতে নির্মম পরিণতি
চলতি জুলাই মাসে কচ্ছ এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল (Earthquake in Kutch)। গত ৩ জুলাই রিখটার স্কেলে ৩.৪ মাত্রায় ভূমিকম্প হয়েছিল কচ্ছে।