বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যখন বিরোধী জোট একসঙ্গে হয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ শানাচ্ছে।সেই সময় পশ্চিমবঙ্গে বহিরাগত ও ভুয়ো ভোটার নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "প্রতিটি রাজ্যে এই ধরণের ভোটার তালিকা ফিল্টারিং ব্যবস্থা থাকা উচিত এবং পশ্চিমবঙ্গেও পরবর্তী নির্বাচনের আগে একই ধরণের যাচাই-বাছাই করা উচিত। ভোটার তালিকার ১০ শতাংশেরও বেশি নাম ভুয়ো, যার মধ্যে অনেকেরই বাংলাদেশ থেকে আসা বলে অভিযোগ রয়েছে। এই নামগুলি বাদ দেওয়া উচিত, অন্যথায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং প্রতিটি প্রকৃত ভোটারকে ভোট দেওয়ার ন্যায্য সুযোগ দেওয়ার জন্য, মোবাইল-ভিত্তিক ভোটদানের ব্যবস্থা করা উচিত।"
#WATCH | Kharagpur, West Bengal: On Mamata Banerjee's statement, BJP leader Dilip Ghosh says, "People from Bangladesh are taking advantage of the poor welfare schemes of the Central Government in Bengal. Their names are there in the voter list and these are the people who make… pic.twitter.com/meoYKSUW3q
— ANI (@ANI) July 17, 2025
বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে যাওয়ার সুযোগ দরকার। প্রায় ৪০ লক্ষ বাঙালি বাংলা ছেড়ে অন্যত্র পরিযায়ী শ্রমিক এবং হোটেল ওয়েটারের কাজ করছেন। কিন্তু কেউ তাদের কল্যাণের কথা ভাবে না। প্রতিদিন বাংলায় রক্তপাত হচ্ছে - নারীরা ধর্ষণ এবং গণধর্ষণের শিকার হচ্ছে। এমনকি প্রিমিয়াম প্রতিষ্ঠানেও এর কোনও চিন্তা নেই। তাদের শুধু ভোটের কথা। তারা কেবল বাংলাদেশি ভোটারদের কাছ থেকে ভোট পেতে চায়, আর কিছু না।"
বহিরাগত ভোটার তত্ত্বে সম্প্রতি সুর চড়িয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। বৃহস্পতিবার রাহুল সিনহা বলেছেন, "বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীরা সারা দেশে ছড়িয়ে পড়েছে। সরকার তাদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করার জন্য দেশব্যাপী কাজ করছে। এই অনুপ্রবেশকারীরা কিছু রাজনৈতিক নেতার মূল ভোটার। তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, কিন্তু এখন বাদ দেওয়া হবে। এক কোটিরও বেশি নাম চিহ্নিত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভোটারদের মধ্যে এই অনুপ্রবেশকারীদের অনেকেই রয়েছেন, যা তার পরাজয়ের কারণ হতে পারে।"