নয়াদিল্লিঃ ছেলের জন্মদিন (Birthday) উপলক্ষে বাড়িতে উৎসবের পরিবেশ। কিন্তু এরই মাঝে হঠাৎ বচসা। ছেলের জন্মদিনের উপহার পছন্দ না হওয়ায় স্ত্রী ও শাশুড়িকে খুন (Murder) করল যুবক। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর,ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণীতে। মৃতার নাম প্রিয়া সেহগল ও তাঁর মা কুসুম সিংহ। প্রিয়ার বয়স ৩৪ ও কুসুমের ৬৩। জানা গিয়েছে, নাতির জন্মদিন উপলক্ষে মেয়ের বাড়িতে গিয়েছিলেন কুসুম নামে ওই বৃদ্ধা। জন্মদিনের পার্টি চলাকালীন উপহার নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় জামাই যোগেশ ও মেয়ে প্রিয়া। জামাই-মেয়ের ঝামেলা সামাল দিয়ে এগিয়ে আসেন কুসুম। অভিযোগ, এরপরই স্ত্রী ও শাশুড়িকে খুন করে যোগেশ।
দিল্লিতে জোড়া খুনের ঘটনা, স্ত্রী ও শাশুড়িকে খুনের দায়ে গ্রেফতার যুবক
অন্যদিকে মাকে ফোনে না পেয়ে সোজা দিদির বাড়িতে হাজির হন কুসুমের ছেলে মেঘ। দরজার বাইরে রক্তের দাগ দেখে সন্দেহ হয় তাঁর। পুলিশকে খবর দেন তিনি। এরপর পুলিশ এসে প্রিয়া ও কুসুমের দেহ উদ্ধার করে। ঘর থেকেই উদ্ধার হয় রক্তমাখা কাঁচি। এরপরই তদন্তে নেমে যোগেশকে গ্রেফতার করে পুলিশ। প্রিয়ার ভাই মেঘের অভিযোগ, যোগেশ দীর্ঘদিন ধরে বেকার ছিল। স্ত্রী ও সন্তানের উপর প্রায়ই অত্যাচার করত সে। মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় প্রিয়ার গায়ে হাত তুলত সে, এমনটাই অভিযোগ মেঘের।
ছেলের জন্মদিনের উপহার পছন্দ হয়নি, রাগে স্ত্রী ও শাশুড়িকে খুন যুবকের
Birthday party ends in double murder
Kusum Sinha (63) and her daughter Priya Sehgal (34) were found dead in Sector 17 of Rohini.
They had been stabbed with a pair of scissors.
The incident occurred after Kusum came to Priya's house to attend her grandson's birthday party.… https://t.co/6f7COh4Cyl pic.twitter.com/pFBDQaorKW
— Atulkrishan (@iAtulKrishan1) August 30, 2025