Representative Photo (Credits: Pixabay)

জয়পুর, ২৫ অগাস্টঃ দিল্লি থেকে জবলপুরগামী (Delhi-Jabalpur Flight) অ্যালায়েন্স এয়ারের জরুরি অবতারণ (Alliance Air Emergency Landing)। শুক্রবার সকালে দিল্লি থেকে জবলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অ্যালায়েন্স এয়ারের বিমানটি (Alliance Air)। কিন্তু মাঝ আকশে বিমানের মধ্যে এক পুরুষ যাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বুঝে বিমানের জরুরি অবতারণের সিদ্ধান্ত নেন চালক। জয়পুর বিমানবন্দরে অ্যালায়েন্স এয়ারের জরুরি অবতারণ হয়।

আরও পড়ুনঃ সুজয় ঘোষের থ্রিলার দিয়ে ওটিটিতে ডেবিউ করিনার, প্রকাশ্যে ‘জানে জান’র টিজার

জানা গিয়েছে, মাঝ আকাশে যাত্রীর রক্তচাপ কমতে শুরু করে। অসুস্থ বোধ করেন তিনি। যাত্রীর স্বাস্থ্যের কথা ভাবনাচিন্তা করেই বিমানের জরুরি অবতারণের সিদ্ধান্ত। জয়পুর বিমানবন্দর থেকে ৫২ বছরের ওই যাত্রীকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ রোগীকে নামিয়ে বিমান পুনরায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

আরও পড়ুনঃ অনুমতি ছাড়াই গানের ব্যবহার, গদর ২ নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘ম্যায় নিকলা’ স্রষ্টার