Uttam Singh Slams Gadar 2 (Photo Credits: Twitter)

মুম্বই, ২৫ অগাস্টঃ অনুমতি না নিয়েই তাঁর লেখা এবং সুর করা গান নির্মাতারা ব্যবহার করেছেন 'গদর ২'তে (Gadar 2)। অভিযোগ তুলে বেজায় চটলেন সুরকার উত্তম সিং। ইতিমধ্যেই ২০০১ সালে মুক্তি পাওয়া ছবি 'গদর' (Gadar) এর সিক্যুয়েল বক্স অফিসে সুনামি তুলেছে। এবার সেই ছবি ঘিরেই ক্ষোভে ফেটে পড়লেন সুরকার উত্তম সিং। গদরে দুটি গান রচনা করেছিলেন উত্তম। যার মধ্যে একটি হল 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' (Main Nikla Gaddi Leke)। কিন্তু ছবির সিক্যুয়েল গদর ২-তে তাঁর রচিত সেই গান ব্যবহার হয়েছে তাঁর অনুমতি ছাড়াই।

এক জাতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উত্তম সিং অভিযোগ তুলেছেন,'তারা (গদর ২ নির্মাতারা) আমার দুটি গান ছবিতে ব্যবহার করেছে। আমি নিজেও শুনেছি যে তারা আমার সুর করা ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করেছে'। সুরকারের অনুমতি ছাড়াই হয়েছে সেই কাজ। নির্মাতাদের প্রতি কড়া সুরে তিনি আরও বলেন, 'তাদের অন্তত একবার আমাকে জিজ্ঞাসা করা উচিৎ ছিল। ছবিতে আমার গান ব্যবহার করার আগে আমার সঙ্গে কথা বলুন'।

গদর ২-তে পুনঃনির্মিত গানগুলো নতুন করে সাজিয়েছেন সঙ্গীত পরিচালক ও গায়ক মিঠুন। সুরকার উত্তম সিংয়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে ছবি নির্মাতারা এখন কোন প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে গদর ২ মুক্তি পেয়েছে এখনও দু সপ্তাহ পার হয়নি। এর মধ্যেই ছবির ব্যবসা দেশের বক্স অফিসে ৪০০ কোটির ঘর পার করে ফেলেছে। চলচ্চিত্র বিশ্লেষকের অনুমান, শীঘ্রই শাহরুখ খানের (Shah Rukh Khan) পাঠান-কে (Pathaan) টপকে যাবে সানি দেওল (Sunny Deol) এবং আমিশা প্যাটেলের (Ameesha Patel) গদর ২।