নয়া দিল্লি, ২৬ জুনঃ ব্যস্ত রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি (Delhi Robbery at Gunpoint Video)। রাজধানীর বুকে ঘটে গেল সেই ভয়াবহ কাণ্ড। রাস্তার সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ডও হল ডাকাতির দৃশ্য। রবিবার দিল্লির (Delhi) প্রগতি ময়দানের টানেলে চলন্ত গাড়ি থামিয়ে প্রকাশ্য দিবালোকে মাথায় বন্দুক ধরে ছিনতাইয়ের মত ঘটনার চরম নিন্দা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিনাই কুমার সাক্সেনার (Delhi Lieutenant Governor Vinai Kumar Saxena) পদত্যাগের দাবি তুললেন তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে বিহার থেকে গ্রেফতার নিষিদ্ধ মাওবাদী সংগঠনের নেতা (দেখুন টুইট)
নেটপাড়ায় ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের সিসিটিভি (Delhi Robbery at Gunpoint Video) ফুটেজে দেখা যাচ্ছে, প্রগতি ময়দানের টানেলের মধ্যে দিয়ে একের পর এক গাড়ি যাচ্ছে। আচমকাই এক গাড়ির পথ আটকে দাঁড়ায় দুটি বাইক। বাইকে চালক ছাড়া আরও দুই আরোহী ছিলেন। তাঁদের প্রত্যেকের মাথাতেই রয়েছে হেলমেট। গাড়ি আটকে বন্দুর তাক করে দরজা খুলে গাড়ির ভিতর থেকে একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নিয়ে আবার বাইক ছুটিয়ে রওনা দেন তাঁরা। জানা গিয়েছে, ওই গাড়িতে দিল্লির দুই ডেলিভারি এজেন্ট ছিলেন। যাদের থেকে ওই ব্যাগ লুট করেন ছিনতাইকারী। ব্যাগে ছিল ২ লক্ষ টাকা।
দেখুন ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ...
LG shud resign. Make way for someone who can provide safety n security to the people of Delhi.
If Central govt is unable to make Delhi safe, hand it over to us. We will show u how to make a city safe for its citizens. https://t.co/oPtqnAWlgJ
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 26, 2023
প্রকাশ্য দিবালোকে মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার চরম নিন্দা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিনাই কুমার সাক্সেনার পদত্যাগের দাবি তুলে ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, 'এলজি পদত্যাগ করুন। এমন একজনের জন্য পথ তৈরি করুন যিনি দিল্লির জনগণকে নিরাপত্তা দিতে পারেন। যদি কেন্দ্রীয় সরকার দিল্লিকে নিরাপদ রাখতে না পারে তাহলে দায়িত্ব আমাদের হাতে তুলে দিন। আমরা আপনাদের দেখাবো কীভাবে একটি শহরকে তার নাগরিকদের জন্য নিরাপদ করতে হয়'।