নয়াদিল্লিঃ মায়ের (Mother) সঙ্গে স্কুটিতে (Scooty) চেপে বেড়িয়েছিলেন। আর বাড়ি ফেরা হল না তরুণীর, বাইক (Bike)থেকে একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তরুণী। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের হাথরসে। নিহত তরুণীর নাম কল্পিতা শর্মা। বয়স ২৪। হাথরসের জেলাশাসকের গাড়ির চালকের মেয়ে কল্পিতা। জানা গিয়েছে, শনিনার বিকেলে মায়ের সঙ্গে স্কুটিতে চেপে বাজারের দিকে গিয়েছিলেন কল্পিতা। সেখান থেকেই ফিরছিলেন। পথে তাঁকে লক্ষ্য কওরে গুলি চালায় দুই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কল্পিতার।
ফের শিরোনামে হাথরস, প্রকাশ্যে গুলি কওরে খুন করা হল তরুণীকে
মৃতার মা পুলিশকে বলেন, "আমরা স্কুটিতে চেপে বাজার থেকে ফিরছিলাম। পথে ডান দিক থেকে একটি বাইক এসে আমাদের দাঁড় করায়। আমার মেয়েকে চোখের সামনে গুলি করে পালায় ওরা।" নিহতের মায়ের দাবি, তাঁর ছেলের সঙ্গে দু'বছর আগে জ্যোতি শর্মার নামে এক তরুণীর বিয়ে হয়। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বৌমা। তাঁর প্রেমিকই কল্পিতাকে খুন করে বলে দাবি মায়ের। কল্পিতার মা এও জানান, কয়েকদিন আগেই তাঁদের বাড়িতে আসে ওই যুবক। বাড়িতে মাঝেমধ্যেই অশান্তি লেগে থাকত। সেই জল গড়ায় আদালত পর্যন্তও। বৌমা জ্যোতির নামে থানায় এফআইআরও করেন কল্পিতার মা। এই পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে অনুমান। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
थाना हाथरस गेट क्षेत्रान्तर्गत तहसील सदर गेट के सामने बाइक सवार युवक द्वारा युवती की गोली मारकर हत्या की घटित घटना के संबन्ध में पुलिस अधीक्षक हाथरस की बाइट-#UPPolice pic.twitter.com/f0MBBxPsm5
— HATHRAS POLICE (@hathraspolice) June 14, 2025