Tinder Warning: ডেটিং অ্যাপ 'টিন্ডার' ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে নতুন সতর্কতা ঘোষণা করেছে
Dating App Tinder Logo (Photo Credit: Wikimedia Commons)

অনলাইন ডেটিং অ্যাপ (Online Dating APP) এখন বিশ্বব্যাপী যুবক-যুবতীদের জন্য খুব জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এই অ্যাপের মাধ্যমে নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করে খুব সহজেই দেখা করা যায়। কেউ একাকিত্ব দূর করতে, কেউ বা জীবন সঙ্গী খুঁজে পেতে, বহু মানুষই এখন জনপ্রিয় অ্যাপ টিন্ডার ব্যবহার করছেন।

ডেটিং অ্যাপ টিন্ডার (Dating App Tinder) তাঁদের গ্রাহকদের আরও বেশি সুযোগ সুবিধা প্রদান করতে অ্যাপে কয়েকটি নতুন বিষয় সংযুক্ত করছে। যে বিষয়গুলো তরুণ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। নতুন সতর্কতা তিনটি বিভাগ করা হয়েছে, সত্যতা (Authenticity), শ্রদ্ধা (Respect) এবং অন্তর্ভুক্তি (Inclusion)।

আরও পড়ুন: Smriti Irani: মডেলিং-কন্যে স্মৃতি ইরানি, পুরনো ছবি শেয়ার করে ভালবাসায় ভাসলেন কেন্দ্রীয় মন্ত্রী

এই বিষয়গুলো চালু করা হচ্ছে যাতে অন্যান্য ব্যবহারকারীদের থেকে খারাপ ব্যবহার, বিজ্ঞাপন ও ছদ্মবেশ ধরে কোনওভাবে প্রতারিত না হয় সে বিষয়গুলো।