আমফানের স্মৃতি এখনও টাটকা। তাঁরই মাঝে নতুন ঘূর্ণিঝড় ‘মোচা’ (Cyclone Mocha) নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। কবে আছড়ে পড়বে? কোথায় আছড়ে পড়বে? নানা মতামত ঘুরে বেড়াচ্ছে। ঘূর্ণিঝড় 'মোচা' ঘিরে অশনিসঙ্কেতের ছায়া ঘুরতে শুরু করেছে একাধিক রাজ্যের মাথায়।
যদিও এখনও তৈরি হয়নি এই ঘূর্ণিঝড়। মৌসুমি ভবন জানিয়েছে, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। ৭ মে ঘূর্ণাবর্ত থেকে ওই অঞ্চলে সৃষ্টি হবে নিম্নচাপ অঞ্চল। ৮ মে তা রূপান্তরিত হবে গভীর নিম্নচাপে। আর সেই নিম্নচাপটি তৈরি হলে তাঁর নাম হবে 'মোচা'।
মোচা (Cyclone Mocha) সৃষ্টি হওয়ার আগেই ঘূর্ণিঝড় কোন কোন জায়গায় আছড়ে পড়তে চলেছে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে। মোচার ধ্বংসলীলা থেকে বাঁচতে আগে থেকেই তার জন্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত করে রাখতে চাইছে রাজ্য গুলো। কোন কোন রাজ্যে আছড়ে পড়বে মোচা (Mocha)? তা এখনও স্পষ্ট না হলেও সম্ভাবনার ভিত্তিতে মৌসুমি ভবন আপাতত চারটি রাজ্যকে সতর্ক করেছে।
যে চার রাজ্যে আছড়ে পড়তে পারে 'মোচা'...
ওড়িশাঃ বিগত চার বছরে ৪ টি ঘূর্ণিঝড় মোকাবিলা করেছে ওড়িশা। মোচা-র জন্যেও ওড়িশাকে সতর্ক করেছে মৌসুমি ভবন। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
তামিলনাড়ুঃ 'মোচা'র প্রভাবে চেন্নাইয়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করছে মৌসুমি ভবন। তাই তামিলনাড়ুকে সতর্ক করেছে হাওয়া অফিস।
অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশেও সতর্কতা জারি করেছে মৌসুমি ভবন। এই রাজ্যে সরাসরি ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গঃ চতুর্থ রাজ্য যেখানে মোচা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তা হল পশ্চিমবঙ্গ। বঙ্গে জারি হয়েছে সতর্কতা। ৮-১১ মে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।