বার্গারের ভিতরে কাঁচা মাংস (ছবিঃInstagram)

নয়াদিল্লিঃ বার্গারের (Burger) ভিতরে কাঁচা মাংস। নামকরা খাবার প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তরুণী। তাঁর অভিযোগ, বার্গারের ভিতরের মাংস সম্পূর্ণ কাঁচা। তাতে কামড় পড়তেই রাগে ফেটে পড়েন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই বিষয়ের একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেছেন বৃন্দা সুমিত্রা নামে এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি জানান, রাত সাড়ে ১০ টা নাগাদ 'কেএফসি' থেকে চিকেন বার্গার অর্ডার দিয়েছিলেন তিনি। ফুড ডেলিভারি সংস্থা 'সুইগি'-এর তরফে সেই খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরপর সেই বার্গারে কামড় দিতেই তিনি বোঝেন সম্পূর্ণ কাঁচা রয়েছে বার্গারের প্যাটি।

বার্গারে কাঁচা মাংস, বিস্ফোরক অভিযোগ তরুণীর

এরপরই বার্গারটির ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। অভিযোগকারিণী এও জানান, এই রকম অভিজ্ঞতা হওয়ার পরও সঠিক জায়গায় অভিযোগ দায়ের করতে পারেননি তিনি। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাকে ট্যাগ করেই এই অভিযোগ করেন তিনি। পোস্টটি চোখে পড়তেই ক্ষমা চেয়ে অর্ডারের সমস্ত নথি চেয়ে পাঠানো হয় কেএফসির তরফে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি কেএফসি আউটলেট থেকে ওই বার্গারটি অর্ডার করা হয়।

 বার্গারের ভিতরে কাঁচা মাংস, নাম করা ফুড জয়েন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তরুণী

 

View this post on Instagram

 

A post shared by Sumithra Prasanna (@brindasumithra)