Crocodile Pic Credit- Pixabay

লখনউ, ৫ সেপ্টেম্বর:  একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। ঘাঘরা নদী থেকে জল নেওয়ার সময় এক মহিলাকে আক্রমণ করে এক কুমির (Crocodile Attack In Uttar Pradesh)। রবিবার সকালে যখন ওই মহিলা বাহরাইচের কাটার্নিয়া ঘাট অভয়ারন্য সংলগ্ন নদীটি থেকে জল নিচ্ছিলেন তখনই এই ঘটনা ঘটে।আরও পড়ুন-Constable Fights With Home Guard: মারামারি করছে হোমগার্ড ও কনস্টেবল, ভিডিও ভাইরাল হতেই চাকরি থেকে বরখাস্ত

 রাজ্য বন দফতর এই ঘটনাটি সমর্থন করেছেন। ইউপিতক কে দেওয়া একটি রিপোর্টে কাটার্নিয়া ঘাট অভয়ারন্যের ডিভিশনাল ফরেস্ট আধিকারিক আকাশদীপ বাধাওয়ান জানিয়েছেন সীমা সিং নামক ওই মহিলা ছাগল চড়াচ্ছিলেন এবং তখনই এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ওই মহিলা কাটার্নিয়াঘাটের সদর বিটের অন্তর্গত রামবৃক্ষ পূর্ব গ্রামের বাসিন্দা যেটি সুজাউলি পুলিশ স্টেশনের অন্তর্গত। 

রিপোর্ট অনুযায়ী  ঘাঘরা নদীর পারে ওই মহিলা ছাগল চড়াচ্ছিলেন এবং নদী থেকে জল তুলতে গেলেই কুমির তাঁকে আক্রমণ করে এবং জলের গভীরে টেনে নিয়ে যায়। গ্রামের বাসিন্দারা তাঁকে কোনওমতে নিয়ে আসলেও ততক্ষণে কুমিরটি তার একটি পা খেয়ে নেয় এবং মহিলারও  মৃত্যু হয়। 

বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর মৃত মহিলার দেহক ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ওই মহিলার  পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন এবং ডিভিশনাল বনকর্তা। একই সঙ্গে নদী থেকে গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।