কলকাতা: ভয়াবহ ভূমিকম্পের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)। তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন দেশের সরকার থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছে মানুষ। এবার এই মহান কাজে সামিল হতে পর্তুগালের বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডোর (Cristiano Ronaldo) সই করা জার্সি (Singned Jersey) নিলামে (Auctioned) তুলতে চলেছেন জুভেন্টার্সের (Juventus) প্রাক্তন ডিফেন্ডার (Former defender) মারিহা ডেমিরাল (Merih Demiral)।
বুধবার টুইটারে এই কথা ঘোষণা করেন জুভেন্টাসে একসময়ে রোনাল্ডোর সতীর্থ থাকা মারিহা। জানান, জার্সিটি নিলামে তোলার ঘোষণা করার আগে তিনি এই বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) প্রাক্তন ফরওয়ার্ড রোনাল্ডার সঙ্গে ফোন কথাও বলেছেন বলে জানান। বলেন, ভূমিকম্পের ফলে সিরিয়া ও তুরস্কের অবস্থার কথা।
Az önce @Cristiano ile konuştum.
Türkiye'de yaşananlara çok üzüldüğünü söyledi. Ronaldo'nun koleksiyonumdaki imzalı formasını açık artırma usulüyle satışa çıkarıyoruz.
Açık artırmadan elde edilecek gelirin tamamı deprem bölgesinde kullanılmak üzere @ahbap 'a bağışlanacaktır. pic.twitter.com/OwnU93oShJ
— Merih Demiral (@Merihdemiral) February 7, 2023