নয়া দিল্লি, ৭ মেঃ করোনা নিয়ে অনেকটাই স্বস্তিতে ভারত। দৈনিক সংক্রমণ রোজই একটু একটু করে কমছে। নিম্নমুখী কোভিড (Covid 19) সংক্রমণ স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮০ জন। করোনা (Corona Virus) থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ১৮৮ জন। আক্রান্তের পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২৭ হাজার ২১২। গতকাল সেই সংখ্যাটা ছিল ৩০ হাজার ৮১।
ভারতের কোভিড পরিসংখ্যান...
#COVID19 | India reports 2,380 new cases and 5,188 recoveries in the last 24 hours; the active caseload stands at 27,212.
(Representative image) pic.twitter.com/bwk1i9xsVk
— ANI (@ANI) May 7, 2023
বিগত তিন বছর ধরে করোনা ভাইরাস (Corona Virus) যেভাবে গোটা বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েছে, তা থেকে ধীরে ধীরে নিস্তার মিলছে। কোভিডের প্রভাব এবং প্রতাপ উভয়ই ক্রমে কমতে শুরু করেছিল আগেই। তবে এবার তাতে সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। শুক্রবার হু (WHO) জানিয়ে দিয়েছে, কোভিড অতিমারি আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয়। সেই সঙ্গে এও ঘোষণা করা হয়েছে, এর পরেও করোনা ভাইরাসের অস্তিত্ব থাকবে কিন্তু তার জেরে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা নেই।