প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়া দিল্লি, ১৯ মার্চঃ আবারও কি দেশে নতুন করে বাড়ছে করোনার ত্রাস (Corona Virus)! শুক্রবার একদিনে করোনা সংক্রমিত হয়েছে ১০০০ এর বেশি মানুষ। প্রায় ১২৯ দিন পর ভারতে নতুন করে কোভিড (Covid 19) আক্রান্তের সংখা হাজার ছাড়িয়েছে।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দপ্তরের (Union Health Ministry) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৭১। নতুন করে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩০,৮০২। মূলত রাজস্থান, মহারাষ্ট্র এবং কেরলেই হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ  দৈনিক আক্রান্ত ৮০০ ছাড়িয়েছে, নয়া XBB.1.16 প্রজাতির জন্যই করোনা বাড়ছে ভারতে!

রবিবার প্রকাশির কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে মত করোনা সংক্রামিতের সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৪৬ লক্ষে। সক্রিয় কোভিড রোগীদের হার ০.০১ শতাংশ। করোনায় সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।