COVID 19: বাড়ছে করোনা সংক্রমণ, বিহার জুড়ে লকডাউন ঘোষণা নীতিশ কুমারের
ছবি ট্য়ুইটার

পাটনা, ৪ মে: এবার বিহার (Bihar) জুড়ে লকডাউন (Lockdown) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী ১৫ মে পর্যন্ত গোটা বিহার জুড়ে লকডাউন চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিহারে লকডাউনের ঘোষণা করেন নীতিশ কুমার(Nitish Kumar)। তিনি বলেন, করোনা (Corona)  সংক্রমণ রোধ করতে সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তাঁরা। সেখানেই ১৫ মে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি লকডাউনের নির্দেশ অমান্য করলে, পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে বিহার সরকারের তরফে।

 

দেশে করোনার(COVID 19) গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। যার জেরে ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে লকডাউন ঘোষণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বাজার, দোকান খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Parambrata Chatterjee: ''বিশ্ব রগড়ানি দিবস'', নাম না করেই দিলীপকে তুলোধনা পরম, স্বস্তিকার

নবান্নের নির্দেশ ছাড়া বেশি সময় ধরে বাজার, দোকান খোলা থাকলে, ব্যবস্থা নেওয়া হবে বলে জারি করা হয় নির্দেশিকা। তবে মুদি, ওষুধ সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে ওই নির্দেশিকা লাগু হবে না বলেও জানানো হয়েছে স্পষ্ট।