Covid 19 in India: দেশের কোভিড সংক্রমণ ভয় ধরাচ্ছে স্বাস্থ্য মহলে, সক্রিয় রোগী ১৬,৩৫৪
Covid 19 in India (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১ এপ্রিলঃ পুরনো করোনা ভাইরাসের (Corona Virus) রেশ যেন আবারও নতুন করে চাগাড় দিচ্ছে। ক্রমেই বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার, ১ এপ্রিল পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২,৯৯৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছিল। যা গত ছয় মাসের দৈনিক সংক্রমণের বিচারে সর্বোচ্চ। এদিন দেশে কোভিড (Covid 19) সংক্রমিত হয়েছিল ৩ হাজার ৯৫ জন। যার তুলনায় শুক্রবার সংক্রমিতের সংখ্যা কিছুটা কম, ২,৯৯৪। দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়ে ১৬,৩৫৪।

ভারতে গত ২৪ ঘণ্টার কোভিড পরিসংখ্যান... 

করোনা ভাইরাসের প্রভাব আবারও যে ভাবে চেপে বসছে তা রীতিমত ভয় ধরাচ্ছে স্বাস্থ্য মহলে। রাজধানীর (Delhi) কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বিশেষজ্ঞের তরফে জনসাধারণকে বারে বারে সচেতন হতে বলা হচ্ছে। বাড়ির বাইরে মাস্কের ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। তাও কোথাও গিয়ে যেন কোভিড (Covid 19 in India) নিয়ে উদাসীন আমজনতা।