নয়াদিল্লি: আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান (AAP MLA Amanatullah Khan) রাউজ অ্যাভিনিউ আদালত থেকে বড় ধরনের স্বস্তি পেয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে আমলে নিতে অস্বীকার করেছে। তিনি ৩৬ কোটি টাকার সম্পত্তি কেনার ক্ষেত্রে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত ছিলেন। অভিযোগ করা হয়েছিল যে খান দিল্লি ওয়াকফ বোর্ডে দুর্নীতির (Delhi Waqf Case) মাধ্যমে অর্জিত অর্থ পাচার করেছেন। চার্জশিটে মরিয়ম সিদ্দিকীর নামও ছিল। খানের আইনজীবী রজত ভরদ্বাজ বলেন, আদালত মামলাটি আমলে নিতে অস্বীকার করেছে। খানকে এক লাখ টাকার জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর খানের সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে।
আদালত বৃহস্পতিবার খানের মুক্তির আদেশ দেয় এবং খানের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটটি আমলে নিতে অস্বীকার করে। বিশেষ বিচারক জিতেন্দ্র সিং বলেছেন, যে খানের বিরুদ্ধে মামলা করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে, তবে বিচারের জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। তাই আমলে নিতে অস্বীকার করা হয়েছে।
এ মামলায় মরিয়ম সিদ্দিকীকেও বেকসুর খালাস দিয়েছেন আদালত। ইডি তাঁর বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি, যা তাঁকে স্বস্তি দিয়েছে।