প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে খুন করে বাড়ির উঠানে পুতে দিল গোয়ার এক দম্পতী। শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটিকে খুন করার অভিযোগে দম্পতিকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। অভিযুক্ত বাবাসাহেব আলার (৫২) এবং তার স্ত্রী পূজা (৪৫) পুলিশকে জানিয়েছে যে, তাদের দুঃখের অবসান ঘটানোর জন্য একজন জাদুবিদ্যার সাধক তাদের একটি শিশুকে ‘বলি’ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানান যে, শিশুটির বাবা-মা বুধবার অভিযোগ করেন তাঁদের কন্যা নিখোঁজ। পুলিশ সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে শিশুটি দম্পতীর ঘরে প্রবেশ করে কিন্তু তাকে আত বাইরে আসতে দেখা যায়নি। জিজ্ঞাসাবাদে, নিঃসন্তান দম্পতি মেয়েটিকে হত্যা করার কথা স্বীকার করে। তাদের বাড়ির উঠোনে মৃতদেহটি পুঁতে রাখার কথাও জানিয়ে দেয়।