নয়াদিল্লিঃ দিল্লিতে উদ্ধার বাঙালি দম্পতির ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিল্লির করোলবাগে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই পুলিশের অনুমান। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম দেবু ভৌমিক ও মল্লিকা ভৌমিক। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা তাঁরা। কর্মসূত্রে থাকতেন তিনি। দিল্লির করোলবাগে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। দেবু সেখানে একটি সোনার দোকানে কাজ করতেন। করোলবাগের ভাড়া বাড়ি থেকেই উদ্ধার হয় ওই দম্পতির দেহ। পুলিশ সূত্রে খবর, এদিন তাঁদের খোঁজে ওই বাড়িতে আসেন এক কারিগর। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁর। দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান ওই ব্যক্তি।
দিল্লিতে উদ্ধার বাঙালি দম্পতির ঝুলন্ত দেহ
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘরে তল্লাশি চালিয়ে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে। সে দাসপুড়ে রয়েছে। পরিবার সূত্রে, অত্যন্ত হাসিখুশি দম্পতি ছিলেন দেবু ও মল্লিকা। তাঁদের মধ্যে কখনও কোনওরকম অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। তাহলে কেন এই পথ বেছে নিলেন তারা তা ভেবেই উঠতে পারছেন না পরিবার পরিজনেরা।
দিল্লিতে উদ্ধার বাঙালি দম্পতির দেহ, কী কারণে মৃত্যু?
Delhi: A husband and wife committed suicide at their rented home in Karol Bagh. No note was found. Police are investigating and have informed the family pic.twitter.com/veUHel8FOY
— IANS (@ians_india) July 27, 2025