Coronavirus In Kolkata: করোনাভাইরাসের থাবা নবান্নের অলিন্দে, সস্ত্রীক হোম আইসোলেশনে গেলেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি
নবান্ন (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা, ১৮ মার্চ: নবান্নের (Nabanna) অলিন্দে করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্ক বাড়ল। হোম আইসোলেশনে গেলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি (Alapan Banerjee)। তাঁর স্ত্রীও রয়েছেন হোম আইসোলেশনে। কোনও ঝুঁকি না নিয়ে, সতর্কতা মেনে নিজেকে ঘরবন্দী করে নিয়েছেন স্বরাষ্ট্রসচিব। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, আজ নবান্নে আসেননি আলাপন ব্যানার্জি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যাননি তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তীও।

রাজ্যের প্রথম করোনাভাইরাস আক্রান্ত যুবকের মা পদস্থ আমলা। তিনি নবান্নে কর্মরত। ওই আমলা নিজেও বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। রবিবার ভোরে তাঁর ছেলে লন্ডন থেকে ফিরেছেন। তাঁর ছেলের দেহে করোনাভাইরাসের প্রমাণ মেলে মঙ্গলবার রাতে। কিন্তু, সোমবার সারা দিন ওই আমলা নবান্নে ছিলেন। সোমবার নবান্নে যান করোনা আক্রান্ত ওই যুবকও। নবান্নের ষষ্ঠ তলায় তাঁর মায়ের ঘর। নবান্নে গিয়ে দীর্ঘক্ষণ সময় মায়ের সঙ্গে কাটান। এমন কী জানা যাচ্ছে, আলাপন ব্যানার্জির ঘরেও গেছিলেন ওই যুবক। এরপরই এদিন সামনে এল সস্ত্রীক আলাপন ব্যানার্জি হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরও পড়ুন: Coronavirus In Kolkata: করোনাভাইরাস সংক্রান্ত গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা, হুঁশিয়ারি কলকাতা পুলিশের

অন্যদিকে নবান্নের বেশ কয়েকজন কর্মীকেও হোম আইসোলেশনে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য ভবনে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিজের অফিসের কর্মীরাও ওই আমলার সংস্পর্শে এসেছেন। সেই কারণেই প্রথম দফায় ওই আমলার অফিসের পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সবাইকে আপাতত হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।