কলকাতা, ১৮ মার্চ: করোনাভাইরাস (Coronavirus) সংক্রান্ত গুজব নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। সত্যতা যাচাই না করে অযথা করোনা-সংক্রান্ত মেসেজ ফরোয়ার্ড না কররা পরামর্শ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma)। কলকাতাতেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কীভাবে ছড়াতে পারে, কীভাবে সারতে পারে, কোন পদ্ধতিতে সতর্কতা অবলম্বন জরুরি তা নিয়ে চলছে জোর আলোচনা। কিন্তু যা রটছে, তার সত্যতা ঠিক কতটা? অনেকেই নানা গুজবে কান দিয়ে আরও বেশি করে আতঙ্কিত হয়ে পড়ছেন। যে, যেখানে, যা পাচ্ছেন তা শেয়ার করছেন। এই পরিস্থিতিতে গুজব রুখতে আসরে নামল কলকাতা পুলিশ।
আজ অনুজ শর্মা টুইটারে লেখেন, "অনুরোধ, সত্যতা যাচাই না করে অযথা করোনা-সংক্রান্ত মেসেজ ফরোয়ার্ড করবেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা এ ধরনের পোস্টের উপর নজর রাখছি। যাঁরা মিথ্যে খবর/ গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" আরও পড়ুন: Coronavirus In kolkata: করোনাভাইরাসে আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিবারের ৬ সদস্য ভর্তি আইসোলেশন ওয়ার্ডে
কলকাতায় ইতিমধ্যেই এক যুবকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata I.D. And B.G. Hospital) আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর পরিবাররে ছয় সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার অনিমা হালদার (Anima Halder) বলেন, ‘‘ওই যুবকের বাবা, মাসহ মোট ছ’জন এখন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। আপাতত তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’