Congress leader Sukhpal Singh Khaira (Photo Credit: X)

চণ্ডীগড়: পাঞ্জাব পুলিশ বৃহস্পতিবার সকালে কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে (Congress leader Sukhpal Singh Khaira) চণ্ডীগড়ের সেক্টর-৫-এ তাঁর বাসভবন থেকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আগেই নারকোটিক্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস অ্যাক্ট ১৯৮৫) আইনে মামলা ছিল। ওই পুরনো মামলার সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করে। এ দিন সকালে জালালাবাদ পুলিশ বিধায়ক খাইরার বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করে। ক্ষুব্ধ সুখপাল সিং খাইরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। খাইরা ওই সময় ফেসবুক লাইভও করেন, লাইভ ভিডিওতে তাঁকে পুলিশ কর্মীদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। তিনি পুলিশের কাছে ওয়ারেন্ট দেখানোর দাবি করেন ও পুলিশ কর্মীদের নিজেদের পরিচয় দিতে বলেন। কারণ তাদের মধ্যে কয়েকজন সাধারণ পোশাকে ছিলেন। বিধায়ক রাজ্য সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগও তোলেন।

দেখুন