নয়া দিল্লি, ২১ মার্চঃ সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। কোমর বেঁধে রাজনীতির ময়দানে ভোটপ্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। রাজ্য, জেলা ঘুরে ঘুরে বিভিন্ন দল যখন প্রচারে ব্যস্ত সেই সময়ে কংগ্রেসের (Congress) ভোটপ্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল। মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হেনে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দাবি করলেন, ভোটের মুখে প্রচারে বাধা দেওয়ার জন্যে তাঁদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে (Congress Bank Accounts Frozen)। কংগ্রেসের নেতা, মন্ত্রী থেকে শুরু করে দলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে বিজেপি সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনে দলকে 'পঙ্গু' করে দেওয়ার লক্ষ্যে এমন ছক সাজানো হয়েছে।
ভোটের মুখে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে প্রচারের জন্যে বিমানের ব্যবস্থা তো দূর ট্রেনের টিকিট কাটা দায় হয়ে উঠেছে তাঁদের জন্যে। ভোটের মুখে কোন রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া তা কেবল নির্দিষ্ট দলকে প্রভাবিত করে না। বরং গোটা গণতন্ত্রকে আঘাত করে, আফসোসের সুরে বললেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi)।
গত ফেব্রুয়ারিতেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিল কংগ্রেস। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার। সেই সময়ে দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছিলেন, জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে আয়কর বিভাগ এই পদক্ষেপ নিয়েছে। অজয় মাকেন এই পদক্ষেপকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভয়ঙ্কর আঘাত’ বলে ব্যাখ্যা করেন।
তখনও সাংবাদিক সম্মেলন ডেকে মাকেন জানিয়েছিলেন, এই মুহুর্তে তাঁদের কাছে খরচ করার মতো কোনও টাকা নেই। বিদ্যুৎ বিল দিতে ব্যর্থ হচ্ছেন, কর্মীদের বেতন দিতে পারছেন না। মাকেনের এই অভিযোগ তোলার পরেই ট্যাক্স ট্রাইব্যুনাল জানায়, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার করার উপর কোনও বিধিনিষেধ নেই। তাঁদের দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া হয়েছে।