রবিবার রাতে বিশ্বজয়ের (ICC Women World Cup 2025 )সাক্ষী থাকল মুম্বইয়ের (Mumbai) ডিওয়াই পাটিল স্টেডিয়াম। ঘরের মাঠে প্রোটিয়াদের হারিয়ে সোনালী ট্রফি জিতে নিল উইমেন্স ইন ব্লুরা(CWC Champion India)। সেই সঙ্গেই ইতিহাসের পাতায় নাম খোদাই করে নিলেন হরমনপ্রীত কৌর,স্মৃতি মান্ধানারা।
২০১৭ সালে খুব কাছাকাছি পৌঁছেও লক্ষ্যভ্রষ্ট হতে হয়েছিল। ইংল্যান্ডের কাছে হেরে চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন। সে স্বপ্ন সত্যি করে দিল ২০২৫। রিচা ঘোষ, শেফালি ভার্মাদের হাত ধরে বিশ্বকাপ এল দেশে। ভারতের মেয়েদের এই জয় উদযাপন করতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন কিছু শুভেচ্ছা বার্তা।
ভারতের জয় উদযাপনে পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা-
বিশ্বসেরা ভারত
জয় উচ্ছ্বাসে মাতলেন রিচা ঘোষেরা।
ঘরের মাঠে ট্রফি উঠল উইমেন ইন ব্লু-দের হাতে।
শুভেচ্ছা ভারত।