Photo Credit_Twitter

মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৩ বছরের জন্মদিনে বাংলা তথা কলকাতা চরম কলঙ্কের মুহূর্তের সাক্ষী হল। দেবী দুর্গার ত্রিশুলের নিচে মহিষাসুরের জায়গায় স্থান পেলেন  মাথায় টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা পরিহিত গান্ধীজির আদলে তৈরী অসুর মূর্তি। খাস কলকাতার বুকে এমন দুর্গাপুজো (durga puja) করে তীব্র বিতর্কে জড়িয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা (All India Hindu Mahasabha)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রেও জানা গিয়েছে, পুজোটি হিন্দু মহাসভার আয়োজিত। মণ্ডপের গায়ে লেখা ‘অখিল ভারতীয় হিন্দু পরিষদ’।

সপ্তমীর রাতে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পর প্রবল বিতর্ক সৃষ্টি হয়।অসুররূপী গান্ধীজিকে দেখে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এই ঘটনায় সপ্তমীর রাতেই টিটাগড় থানায় মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সদস্য কৌস্তভ বাগচী।

রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের করে। পুলিশ ও সাধারণ মানুষের চাপের মুখে সপ্তমীতেই রাতারাতি বদলে দেওয়া হল অসুরের চেহারা। চশমা খুলে লাগিয়ে দেওয়া হয় গোঁফ। মাথাতেও  টাকের পরিবর্তে চুল লাগানো হয়।