Photo Credits: ANI

নয়াদিল্লি: রবিবার সকালে দেশের রাজধানী দিল্লিতে (Delhi) লাইনচ্যুত হল ট্রেন (train derailed)। তবে এবার এক্সপ্রেস নয় লাইনচ্যুত হয়েছে ইএমইউ লোকালের (local EMU train derailed) একটি কামরা (coach)। আর এই দুর্ঘটনার ফলে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

দেখুন ভিডিয়ো:

খবর পেয়ে রেলওয়ে কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্ট করছেন (repair work)। ডিসিপি রেলওয়েজের (DCP Railways) তরফে পাওয়া ভৈরো মার্গের (Bhairon Marg) কাছে ঘটা দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে। আরও পড়ুন: One Nation, One Election: এক দেশ- এক নির্বাচন নিয়ে বড় কথা বললেন রাহুল গান্ধী, দেখুন টুইট