Mamata On Kazi Nazrul (Photo Credit:FB)

কলকাতাঃ আজ, ২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মদিন। জন্মবার্ষিকীতে বিদ্রোহী কবিকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। কবিকে শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, "বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। " শুধু তাই নয়,এরপর আরও যোগ করেন, "আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি 'নজরুল তীর্থ' এবং 'পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি'। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ।" সবশেষে মমতার কথায়, "কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি।"

বিদ্রোহী কবিতে জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

প্রসঙ্গত, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। তাঁর ডাক নাম ছিল দুখু মিয়া। বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। ছেলেবেলা থেকেই সাহিত্যচর্চা করতেন তিনি। একাধারে তিনি ছিলেন গায়ক ও সুরকারও। দুই বাংলাতেই সমানভাবে পরিচিতি লাভ করেন। বাঙালির আবেগে, মননে, দ্রোহে সর্বত্র আজও জড়িয়ে কবির নাম। দুর্ভাগ্যবশত অল্পবয়সেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য মমতার