![](https://bnst1.latestly.com/uploads/images/2024/09/41-76.jpg?width=380&height=214)
নির্বাচন সংক্রান্ত কাজে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে যেতে গিয়ে মাঝপথে জরুরি অবতরণ করতে হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) কপ্টারকে। জানা যাচ্ছে, পিথোরাগড়ের মুন্সিয়ারিতে যাওয়ার কথা ছিল রাজীব ও নির্বাচন কমিশনরে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকায় রলম গ্রামেই তাঁদের নেমে যেতে হয়। জানা যাচ্ছে, এদিন কপ্টারে রাজীব কুমার ছাড়াও ছিলেন উত্তরাখণ্ডের সহ মুখ্য নির্বাচন কমিশনার বিজয় কুমার জোগদণ্ড সহ দুই আধিকারিক। এদিন বেলা ১টা নাগাদ রলম গ্রামে নেমে সড়কপথে গন্তব্যস্থলে পৌঁছায় কমিশনের আধিকারিকরা। যদিও ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এসে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, পাউরি গাড়ওয়াল লোকসভা কেন্দ্রের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ এলাকায় উপ নির্বাচন হওয়ার কথা। ২০২২ সালের নির্বাচনের পর এই আসনটি বিজেপির ক্ষমতায় ছিল। কিন্তু গত জুলাই মাসে এই আসনের বিধায়ক শীলা রাওয়াতের মৃত্যু হয়। তারপরেই এই আসনে উপ নির্বাচন হওয়ার কথা ওঠে। জানা যাচ্ছে আগামী ২২ অক্টোবর উপ নির্বাচনের বিজ্ঞপ্তি আসবে। ২৯ অক্টোবর নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ এবং গণনা হবে আগামী ২৩ নভেম্বরে।