Chhattisgarh Naxal Attack: বর্ষবরণে ছত্তিশগড়ে নকশাল হামলা, প্রাণ খোয়াল ৬ মাসের শিশু
CRPF (Photo Credits: X)

Chhattisgarh Naxal Attack: ফের নকশাল হামলা ছত্তিসগড়ে। বছরের প্রথম দিন যখন দেশবাসী গা ভাসিয়েছে বর্ষবরণের (New Year 2024) আনন্দে ঠিক সেই সময়ে ছত্তিশগড়ে নকশাল হামলায় প্রাণ খোয়াল এক দুধের শিশু। সোমবার ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে গোলাগুলি চলে। আর সেই গুলি বর্ষণে মৃত্যু হয়েছে এক ছয় মাসের শিশুর। আহত হয়েছেন মৃত শিশুটির মা। ঘটনায় দুই জেলা রিজার্ভ গার্ড জওয়ানও আহত হয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ের বিজাপুর নকশাল ক্যাম্পে অভিযান, উদ্ধার প্রচুর অস্ত্র

এক আধিকারিক সূত্রে খবর, সোমবার ১ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর একটি দল নকশাল দমন অভিযানে বেরিয়েছিল। বিকেল ৫টার দিকে গাঙ্গালুর থানার সীমানার অধীনে মুতভান্দি গ্রামের কাছে একটি জঙ্গলে বন্দুক যুদ্ধ শুরু হয় নিরাপত্তা বাহিনী এবং নকশালদের।

আহত মহিলা এবং দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এনকাউন্টারের স্থান পরিদর্শনে গিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কর্মীরা।