চেন্নাই, ২৭ মেঃ জনপ্রিয় ইউটিউবারের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের। গত বৃহস্পতিবার চেন্নাইয়ের (Chennai) মাড়াইমালাই নগরে ইউটিউবারের গাড়ি গিয়ে ধাক্কা মারে ৫২ বছর বয়সী এক মহিলাকে। চেন্নাইবাসী ইউটিউবার মোহম্মদ ইরফানের গাড়ি মার্সেডিজ বেঞ্জ সুভ (Mercedes Benz SUV) গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে পি পদ্মাবতীর।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় গাড়ি ওই ইউটিউবার চালাচ্ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন ইরফানের এক আত্মীয় মোহম্মদ আজারুদ্দিন। মাড়াইমালাই নগরে রাস্তা পার হওয়ার সময়ে মার্সিডিস গাড়িটি এসে ধাক্কা মারে মহিলাকে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। যেখানে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
বন্ধুদের সঙ্গে তামিলনাড়ুর তাঞ্জাবুর থেকে চেন্নাই ফিরছিলেন ইউটিউবার। ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। তাঁদের গাড়ি গিয়ে ধাক্কা মারে মৃত মহিলাকে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৫২ বছরের ওই মহিলা। এদিন কাজ সেরে বাড়ি ফেরার পথেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
অভিযুক্ত মোহম্মদ আজারুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির অধীনে 304 (A) (বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মৃত্যু) ধারায় মামালা রজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
উল্লেখ্য, তামিলনাড়ুর (Tamil Nadu) জনপ্রিয় ইউটিউবার হলেন মোহম্মদ ইরফান। ইউটিউবে তাঁর ৩.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। মূলত ভ্রমণ এবং খাবার সংক্রান্ত নানা ভিডিয়ো ইরফান শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে।