Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ আমেদাবাদে (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়াম-সহ (Narendra Modi Stadium)দেশের ১২টি রাজ্যের একাধিক জায়গায় ভুয়ো বোমা হামলার হুমকি। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত মহিলা। সম্প্রতি চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করে আমেদাবাদ পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলার নাম রেনে জোশিলডা। চেন্নাইয়ের একটি বহুজাতিক সংস্থার সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মরত তিনি। পুলিশ সূত্রে খবর,দিভিজ প্রভাকর এক ব্যক্তিকে ভালবাসতেন রেনে। তবে সেই ভালবাসা ছিল একতরফা। অন্য এক মহিলাকে বিয়ে করে নেন দিভিজ। আর এরপরই প্রতিশোধের আগুন জ্বলে তাঁর মাথায়।

দেশের ১১ টি জায়গায় ভুয়ো বোমা হামলার হুমকি, গ্রেফতার মহিলা

প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ওই ব্যক্তির নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেশের বিভিন্ন জায়গায় ভুয়ো বোমা হামলার হুমকি পাঠাতে থাকেন। নিজের পরিচয় লুকোতে ভিপিন ও ডার্ক ওয়েবের সাহায্য পর্যন্ত নেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পুলিশের হাতে ঠিক ধরা পড়ে যান তিনি। তদন্তে নেমে জানা যায়, চেন্নাই থেকে রোবোটিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেন রেনে নামে ওই মহিলা। সেখান থেকেই দিভিজকে ভালবেসে ফেলেন। তাঁকে বিয়ে করার স্বপ্ন পর্যন্ত দেখে ফেলেন রেনে। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ না হতেই এই কাজ করেন তিনি। ইতিমধ্যেই তাঁকে জেরা শুরু করেছে পুলিশ।

পছন্দের মানুষের নামে  ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার মহিলা