কলকাতাঃ 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'-এর গুরুত্ব বোঝাতে ও বিশ্বদরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে আজ, বুধবার প্রথম চারদেশ সফরে রওনা দিচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই দলে তৃণমূলের (Trinamool Congress) হয়ে অংশ নিচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালেই কলকাতা বিমানবন্দর থেকে ল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের সেকন্ড ইন কমান্ড। অভিষেকের দিল্লিযাত্রার খবর পেয়েই এবার তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ বলেন, "ভাল হয়েছে এই যাত্রায় অংশগ্রহণ করছে তৃণমূল। আগে তো শোনা গিয়েছিল এই উদ্যোগকে বয়কট করেছেন তাঁরা।" কেন শেষমেশ অভিষেককে বিশ্বমঞ্চের সামনে হাজির করছে তৃণমূল? এর উত্তরে বিজেপি নেতা বলেন, "যেভাবে দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, যেভাবে জনমত গড়ে উঠেছে তাতে তৃণমূল এই উদ্যোগ না নিলে বিপদে পড়ত। কিছুটা রাজনৈতিক চাপে পড়ে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। নইলে রাজ্যবাসীর কাছে মাথা তুলে দাঁড়ানো মুশকিল হত। মানুষ বুঝে যেত যে তাঁদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে শাসক দল।"
এবার ফের শাসক দলকে নিশানা দিলীপ ঘোষের
অন্যদিকে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাঁচ সদস্যের দল জম্মু কাশ্মীর পরিদর্শনে যাচ্ছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, "কই মুর্শিদাবাদে হামলা হলে তো যায় না তৃণমূলের প্রতিনিধিরা? মমতা বন্দ্যোপাধায় ১৫ দিন পর মুর্শিদাবাদে গিয়েছিলেন। তাও একপ্রকার চুপিচুপি। হিন্দুদের মারা হলে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলে কেন সেভাবে প্রতিবাদ করে না শাসক দল?"
বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের মর্ম বোঝাতে কেন্দ্রীয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 'চাপে পড়ে মতবদল' শাসক দলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
Kolkata, West Bengal: On TMC appointing General Secretary and MP Abhishek Banerjee for all-party delegation visiting key partner countries as part of India's global outreach against terrorism, BJP leader Dilip Ghosh says, "It's good that at least TMC was going to boycott it, but… pic.twitter.com/uFCexStzO3
— IANS (@ians_india) May 21, 2025