কলকাতাঃ ছুটির সকালে রোদ ঝলমলে আকাশ (Sky) থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাজুড়ে দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির আশ্নকা।অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন লক্ষ করা যাবে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবার বাংলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। দক্ষিণের কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে। ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। তবে দিনের বেলায় চড়া রোদ অস্বস্তির কারণ হতে পারে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি হলুদ সতর্কতা। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলী, কলকাতার মতো জেলায়। বৃষ্টির সিঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
রবির সকালে শীতের শিরশিরানি, বেলা বাড়লে কেমন থাকবে আবহাওয়া?
Capital City Forecast for 7 Days pic.twitter.com/LCeQMNJRhC
— IMD Kolkata (@ImdKolkata) October 25, 2025