কলকাতাঃ কালীপুজোর রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। যদিও বৃষ্টির দাপট খুব একটা জোরালো হব না বলেই ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় আনন্দে ভাটা পড়ার আশঙ্কা নেই বললেই চলে। তবে জানা গিয়েছে, আগামী তিন দিনের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ক্রমে শক্তি সঞ্চয় করে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভবত তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। যার প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আগামীতে। অন্যদিকে আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা সেই অর্থে নেই। তবে পাহাড়ি এলাকায় আজ থেকে বাড়বে ঠাণ্ডা।
ভাইফোঁটার আনন্দে ভাটা ফেলবে বৃষ্টি? বিস্তারিত জানাল হাওয়া অফিস
HOT NEWS🔥: 🇮🇳 #India Low pressure brewing over Bay of Bengal, Odisha to receive rainfall for next three days: IMD
According to the IMD, the weather system is expected to move west-northwestwards and intensify into a depression over central parts of south Bay of Bengal and… pic.twitter.com/r1T8QgACJs
— MPC News (@MyPeoplesCard) October 20, 2025