নয়াদিল্লিঃ গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা (Monsoon)ঢুকে পড়লেও বৃষ্টির (Rain) দেখা নেই দক্ষিণবঙ্গে। অস্বস্তিকর গরমে একেবারে ঝালাপালা অবস্থা এক প্রকার। কবে নামবে বৃষ্টি? এবার আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত। বুধবার থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি, কখন নামছে বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর
বুধ বিকেল থেকে সাজবে আকাশ। এদিন বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। আর এই ঝড়বৃষ্টির কারণে অসহনীয় গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়াআ বইতে পারে বলে জানা গিয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ কাটলেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ এখনও স্পষ্ট করা হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
গরম থেকে সাময়িক মুক্তি ক'দিন? জেনে নিন কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া
7 days forecast of #Capital City pic.twitter.com/lBxXtmpgVF
— IMD Kolkata (@ImdKolkata) June 10, 2025