কলকাতাঃ উৎসবের মরশুম শেষে ক্রমে কমছে সোনার দাম (Gold Price)। মাসে শেষে আরও কমল দর। বিয়ের মরশুমের আগে সোনার দামের এই পতনে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। জানেন কি লক্ষ্মীবারে কমে কত হল সোনার দাম? আজ, ৩০ অক্টোবর বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ২২১ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১২ হাজার ২১০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ লক্ষ ২২ হাজার ১০০ টাকা।
অন্যদিকে এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২ হাজার ২৪১ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ৪১০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২ লক্ষ ২৪ হাজার ১০০ টাকা। এছাড়া বৃহস্পতিবার ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৮১ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯১ হাজার ৮১০ টাকা। ১০০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ লক্ষ ১৮ হাজার ১০০ টাকা। সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও। ৩০ অক্টোবর শহর কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৫ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপোর দাম থাকছে ১ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা।
লক্ষ্মীবারে আরও কমল সোনার দাম, আজ কিনলে কত সাশ্রয়?
🚨 🚨 #BreakingNews US-China में हुई डील.. तो अचानक ₹2000 सस्ता हुआ सोना, चांदी का भाव भी 1600 रुपये टूटा https://t.co/nPqbrAwjf8
For #USA https://t.co/XSLcMcH5fl
For #INDIA https://t.co/4c1HvUGtfn#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) October 30, 2025