Solar Eclipse (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ আজ, ২১ সেপ্টেম্বর মহালয়া (Mahalaya 5)। আর এই দেবীপক্ষের সূচনালগ্নে মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। আজ, বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ(Solar Eclipse)। অর্থাৎ এদিন সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করবে। যদিও ভারতে দৃশ্যমান হবে না এই গ্রহণ।

কখন দেখা যাবে সূর্যগ্রণ?

জানা গিয়েছে,রবিবার গ্রহণ আরম্ভ হবে রাত ১১ টায়। গ্রহণ মধ্যের সময় রাত ১ টা ১২ মিনিট। গ্রহণের আমান্ত রাত ১ টা ২৪ মিনিটে। গ্রহণে মোক্ষের সময় ভোর ৩ টে ২৪ মিনিট। আর গ্রহণ কাল হল সোমবার ভোর ৪ টে ২৪ মিনিট।

বিশেষজ্ঞদের মতে, বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে পূর্ব ও দক্ষিণ পলেনিসিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলি থেকে। ভারত থেকে এবারের সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না বলেই জানা গিয়েছে।

মহালয়ায় বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, কখন দেখা যাবে? জানুন সময়কাল