নয়াদিল্লিঃ উৎসবের মরশুমে মা-বোনেদের উপহার কেন্দ্রীয় সরকারের। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) অধীনে আরও ২৫ লক্ষ নতুন গ্যাস সংযোগের কথা ঘোষণা করা হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উৎসবের মরশুমে দারুণ উপকৃত হবেন মানুষ এমনটাই মনে করা হচ্ছে।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে ৫ লক্ষ এলপিজি গ্যাস সংযোগ দেওয়া হবে। এই সংযোগের পর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য কেন্দ্রের খরচ হবে ৬৭৬ কোটি টাকা। ২৫ লক্ষ ডিপোজিট ফ্রি রান্নার গ্যাসের জন্য খরচ হবে ৫১২.৫ কোটি টাকা।বাকি ১৬০ কোটি টাকা খরচ করা হবে সাবসিডি দেওয়ার জন্য। শুধু তাই নয়, গ্রাহকরা নিজেদের প্রয়োজন মতো ১৪.২ কেজির সিঙ্গল কানেকশন নিতে পারবেন। এছাড়া ৫ কেজির সিঙ্গল এবং ডবল কানেকশনও বেছে নেওয়া যাবে। প্রতি বছর ৯টি রিফিল সিলিন্ডার পাওয়া যাবে। আর ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভাতা পাওয়া যাবে।
উজ্জ্বলা যোজনার অধীনে ফ্রি গ্যাস কানেকশন পেতে পরিচয় পত্র হিসেবে কী লাগবে?
- আধার কার্ড
- প্যান কার্ড
- ভোটার আইডি কার্ড
- রেশন কার্ড
- বেদনকারীর আবাসিক শংসাপত্র
- বাসস্থানের প্রমাণ
- ব্যাঙ্ক পাসবুক বা ব্যাঙ্ক স্টেটমেন্ট
- আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নম্বর
- দারিদ্র্য রেখা এবং সামাজিক শ্রেণীর শংসাপত্র (যদি থাকে)
- আবেদনকারীর নামে বিদ্যুৎ বা জলের বিল
- পাসপোর্ট সাইজ ছবি
- জন্ম শংসাপত্র
- আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নম্বর
খুশির খবর, পুজোয় মা-বোনেদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেবে কেন্দ্র, কীভাবে পাবেন এই সুবিধা?
Navratri boost: Centre to distribute 25 lakh free LPG connections under PM Ujjwala Yojana, says Hardeep Singh Purihttps://t.co/rqQO1O7Cpa
— Economic Times (@EconomicTimes) September 23, 2025