বালি: ২০২২ সালের জি ২০ সামিট (G20 Summit) উপলক্ষে বিশ্বের তাবড় তাবড় নেতারা জড়ো হয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে (Bali)। সেখানে বৈঠকের ফাঁকে চিনের প্রেসিডেন্ট (Chinese President) শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে তুমুল কথা কাটাকাটিতে (Heated Argument) জড়িয়ে (Engage) পড়তে দেখা গেল কানাডার প্রধানমন্ত্রী (Canadian Prime Minister) জাস্টিন ট্রুডোকে (Justin Trudeau)।

এই ঘটনার ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলছেন, "আমরা যা কিছু আলোচনা করি তা কাগজে (papers) বেরিয়ে যায় এটা কখনই মেনে নেওয়া যায় না।" তার উত্তরে জাস্টিন ট্রুডোকে বলতে শোনা যাচ্ছে, "কানাডা সবসময় খোলাখুলি কথাবার্তায় বিশ্বাস করে। আগামীদিনেও আমরা এই নীতি অনুসরণ করে চলব। আমি আগাগোড়া ইতিবাচক বিষয়ে একসঙ্গে এগিয়ে চলার পক্ষপাতী। কিন্তু, এই বিষয়ে আমরা আপনার সঙ্গে একমত নই।"