নয়াদিল্লিঃ এবার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার খোদ বিজেপি সাংসদের (BJP MP) বোন। ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোনকে মারধরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় প্রমাণ মিলেছে নির্যাতনের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের এটাহ জেলার রাণী অবন্তীবাই নগরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মুকেশ রাজপুতের বোন রিনা রাজপুতের উপর অত্যাচার চালাচ্ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। স্নান করার সময় লুকিয়ে ভিডিয়ো করতেন শ্বশুর ও দেওর। তার প্রতিবাদ করাতেই জোটে মারধর।
শ্বশুরবাড়িতে হেনস্থার শিকার বিজেপি সাংসদের বোন
বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পালানোর চেষ্টা করতে লোহার রড দিয়ে মারা হয় রিনাকে। এমনকী তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রাস্তাতে বের করে মারা হয়। সেই মুহূর্তের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে খবর, ১৭ বছর আগে বিয়ে হিয়েছিল রিনার। তাঁর দুই সন্তান রয়েছে। এ প্রসঙ্গে রিনা বলেন, "আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর অত্যাচার করে। আমি তার প্রতিবাদ করলে আমায় ও আমার মেয়েকে মারা হয়।" ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার খোদ বিজেপি সাংসদের বোন
STORY | UP: BJP MP's sister alleges assault by in-laws, FIR registered
BJP MP from Farrukhabad, Mukesh Rajput's sister, has filed a police complaint accusing her in-laws of assault, officials said on Sunday.
READ: https://t.co/PquwBttorS pic.twitter.com/cEsXVJOxrc
— Press Trust of India (@PTI_News) September 7, 2025