Calcutta High Court: স্ত্রীকে হেনস্থা করার চেষ্টা! কলকাতা হাইকোর্টে খারিজ স্বামীর মামলার স্থান পরিবর্তনের আবেদন
ফাইল ফটো (File Photo/Photo Credits: PTI)

কলকাতা: বর্ধমানের পারিবারিক আদালতে খোরপোষের মামলা (Maintenance Case) করেছিল স্ত্রী। শুনানিও শুরু হয়েছিল। কিন্তু, সেখান থেকে মামলার স্থান পরিবর্তনের (Case Transfer ) আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন এক ব্যক্তি।

সম্প্রতি সেই আবেদন খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত (পাল) (Justic Shampa Dutt (Paul))-এর নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বর্ধমানের আদালত ছাড়া অন্য যে কোনও আদালতে মামলার স্থান পরিবর্তনের যে আবেদন ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টে করেছিল তা খতিয়ে দেখা হয়েছে। তাতে বোঝা গেছে যে শুধুমাত্র স্ত্রীকে হেনস্থা করার জন্যই তিনি একাজ করেছেন। তাই তাঁর আবেদন খারিজ করে (Dismisses) দেওয়া হয়েছে। আরও পড়ুন: Didir Suraksha Kabach: মমতার দূত হয়ে কাজ করবেন সাড়ে ৩ লক্ষ তৃণমূল কর্মী, দিদির সুরক্ষা কবচ-এ কী কী থাকছে

ওই মামলা প্রসঙ্গে জানা গেছে, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ওই দম্পতি মুসলিম রীতিনীতি মেনে বিয়ে করেছিল। তারপর তাঁরা হায়দরাবাদে থাকতে শুরু করেন। পরে নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ওই মহিলা খোরপোষের মামলা দায়ের করেন।